বঙ্গোপসাগরে ৩০ ট্রলারে গণডাকাতি
বঙ্গোপসাগরে আবারো জেলে ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বলেশ্বরের আইল নামক এলাকায় জেলে বহরে হামলা চালিয়ে ৩০টি ট্রলারে গণডাকাতি করা হয়।
এ ঘটনায় অর্ধশতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। এসময় দস্যুরা দুটি মাছ ধরার ট্রলারও ছিনতাই করে নিয়ে গেছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জাগো নিউজকে জানান, বুধবার রাতে বঙ্গোপসাগরের বলেশ্বরের আইল নামক এলাকায় মাছ ধরারত জেলে বহরে হামলা চালিয়ে মাছ, জাল, খুচরা যন্ত্রাংশ এবং নগদ অর্থ লুটে নেয় জলদস্যুরা। এসময় দুটি ট্রলারসহ অন্তত অর্ধশতাধিক জেলেকে তারা অপহরণ করে সুন্দুরবনের গহীনে নিয়ে যায়। তবে কোনো দস্যুবাহিনী ট্রলার ও জেলেদের অপহরণ করেছে, তা তিনি জানাতে পারেননি।
গোলাম মোস্তফা চৌধুরী আরো জানান, র্যাব-৮ ও র্যাব-৬সহ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সঙ্গে কথা বলেছেন তিনি। ইতোমধ্যে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় ঘুরেও এসেছে তবে অপহৃত জেলেদের কোনো সন্ধান তারা পাননি।
অপহৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামসহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। অপহৃতদের মধ্যে নবীন হোসেন, কবীর মিয়া ও সহিদ মিয়ার নাম জানা গেলেও বাকিদের নাম এখনও জানা যায়নি। আর ছিনতাই হওয়া ট্রলার দুটি হলো, এফবি মা এবং এফবি রেহেনা।
কোস্টগার্ড পাথরঘাটার স্টেশন কমান্ডার লে. সৈয়দ আ. রউফ জানান, এফবি মা এবং এফবি রেহানা নামের দুটি মাছ ধরার ট্রলারসহ কিছু জেলে অপহৃত হয়েছে বলে তিনি জেনেছেন। ইতোমধ্যে কোস্টগার্ড সেখানে অভিযান অব্যাহত রেখেছে। তিনি আরও জানান, অপহৃত জেলেদের নিয়ে জলদস্যুরা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এলাকা সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরেরর মান্দারবাড়িয়ার দিকে পালিয়ে গেছে বলে তিনি খবর পেয়েছেন। বিষয়টি কোস্টগার্ডের সকল কর্ম এলাকায় জানিয়ে দেয়া হয়েছে।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এমজেড/পিআর