ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হরতালের প্রভাব নেই সাতক্ষীরায় : গ্রেফতার ৩৭

প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৯ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরায়। হরতালের সমর্থনে কোথাও কোনো মিছিল, মিটিং বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। সকাল থেকেই সব রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও রয়েছে স্বাভাবিক।

এদিকে, চলমান যৌথ অভিযানে জামায়াত-বিএনপির ১৭ কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে জামায়াতের ১৪ ও বিএনপির তিন কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বাকিরা নিয়মিত মামলার আসামি। আটকদের মধ্যে তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে ফেনসিডিলসহ ভোমরা থেকে আটক করা হয়েছেন।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সদর থানায় ১১, কলারোয়ায় চার, তালায় চার, কালিগঞ্জে তিন, আশাশুনিতে দুই, দেবহাটায় এক, শ্যামনগরে তিন ও পাটকেলঘাটায় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির জাগো নিউজকে জানান, সাতক্ষীরার মানুষ হরতাল প্রত্যাখান করছে। তারা আর হরতাল অবরোধ চায় না। তবে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে।

জেলা প্রশাসক নাজমুল আহসান জাগো নিউজকে জানান, সাতক্ষীরায় জনজীবন স্বাভাবিক রয়েছে।

এসএস/আরআইপি