আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলা, আহত আ.লীগের ৫ নেতাকর্মী
পৌর নির্বাচন নিয়ে ময়মনসিংহে ফুলপুরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে ফুলপুর পৌরসভার ভিন্ন ভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, রয়েল, আজাদ, উজ্জ্বল ও আসিফ।
নৌকার প্রচারণা শেষে ফেরার পথে পার্শ্ববর্তি গোদারিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌঁছলে রাত সাড়ে ৯টার দিকে তাদের ওপর হামলা চালালে জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকসহ রয়েল, আজাদ, উজ্জ্বল ও আসিফ আহত হন।
এদিকে রাত ১২টার হালুয়াঘাট রোডস্থ ধানের শীষ প্রার্থীর কার্যালয়ের সকল প্লাস্টিক চেয়ার ভাঙচুরসহ সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আবুল বাসার আকন্দের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, পৌরসভার ভিন্ন ভিন্ন এলাকায় আওয়ামী লীগ-বিএনপির হামলা-পাল্টা হামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এমকেএইচ