ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট

প্রকাশিত: ০৩:১৫ এএম, ১৯ নভেম্বর ২০১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া রেলক্রসিং থেকে করটিয়া পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ যানজট শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় একটি সেতুর উপর একটি মালবাহী ট্রাক হঠাৎ বিকল হয়ে পড়ে। ট্রাকটি সরিয়ে নিতে বেশ সময় লাগে। এ সময় মহাসড়কের দু`পাশে যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে সিরাগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাক চালক নুরুল ইসলাম জাগো নিউজকে জানান, আজ হরতাল হওয়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে বেরিয়েছি। এ যানজটের কারণে সময়মতো ঢাকা পৌঁছাতে পারব কিনা তা ঠিক জানি না।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, বিকল ট্রাকটি সরিয়ে নেয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। আশা করি খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

এসএস/আরআইপি