ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

একসঙ্গে টিকা নিলেন করোনা হাসপাতালের ১৯ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

রংপুরের ডেডিকেটেড করোনা হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা টিকা গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রংপুুুর পুরাতন সদর হাসপাতাল কেন্দ্রে একসঙ্গে ১৯ চিকিৎসক ও ৭ জন স্বাস্থ্যকর্মী টিকা নেন।

এই হাসপাতালে ২৫ জন চিকিৎসক এবং ৩০ জন নার্সসহ মোট ৭০ জন কর্মরত রয়েছেন। পর্যায়ক্রমে অন্যরা টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী।

তিনি জাগো নিউজকে বলেন, করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পরপরই গত বছরের ১৯ এপ্রিল রংপুুুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল উদ্বোধন করা হয়। তখন থেকেই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে আসছি আমরা। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে হাসপাতালের স্টাফরা টিকা নিচ্ছেন।

তিনি আরও বলেন, রংপুরে কর্মসূচি শুরুর তৃতীয় দিন ১৯ জন চিকিৎসক ও ৭ জন স্বাস্থ্যকর্মীসহ ২৫ জন টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে অন্যরাও টিকা গ্রহণ করবেন।

জিতু কবির/এমএইচআর