ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢোল বাদ্য বাজিয়ে মতুয়া সম্প্রদায়ের নবান্ন উৎসব

প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

বরিশালে ঢোল বাদ্য বাজিয়ে এবং শোভাযাত্রার মধ্যদিয়ে নবান্ন উৎসব উদযাপন করেছে সনাতন ধর্মের মতুয়া সম্প্রদায়ের অনুসারীরা। বুধবার বেলা ১১টার দিকে নগরীর নতুনবাজার এলাকায় বরিশাল বিভাগীয় সার্বজনীন হরি গুরুচাদ মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ওই সম্প্রদায়ের অনুসারীরা নতুনবাজার এলাকায় শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির এলাকায় সমবেত হন। তারা নেঁচে-গেয়ে বাদ্য বাজিয়ে আনন্দ করেন।

পরে নগরীতে বের হওয়া শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতুয়া মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর নতুন ধানের চালের গুড়া দিয়ে তৈরি নবান্ন সকলের মাঝে বিতরণ করা হয়।

প্রতি বছর অগ্রহায়ণের প্রথম বুধবার এ নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। এভাবে দেড়শ’ বছর ধরে এ নবান্ন উৎসব পালন করে আসছে এখানকার মতুয়া সম্প্রদায়।

সাইফ আমীন/বিএ