ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মাপাড়ে ভিডিপি প্রশিক্ষণার্থীদের ফায়ারিং

প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

পাবনার পাকশীর পদ্মাপাড়ে রেলওয়ের ফায়ারিং রেঞ্জে পাবনা ও রাজশাহী জেলার ভিডিপি সদস্যদের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের অংশ হিসেবে ফায়ারিং অনুশীলন হয়েছে।

বুধবার অনুশীলন এর উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী বিভাগীয় পরিচালক পবিত্র কুমার সাহা।

এসময় ৩৭ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ মোস্তাক হাসান, রাজশাহী জেলা কমান্ড্যান্ট আশরাফুল ইসলাম, পাবনার সার্কেল অ্যাডজুটেন্ট আনোয়ার হোসেন, ঈশ্বরদী উপজেলা কর্মকর্তা মো. চাঁদ আলী, পাবনা প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ কর্মকর্তা ও ভাঙ্গুরা উপজেলা কর্মকর্তা আব্দুস সাত্তার কামাল, পাবনার উপজেলা প্রশিক্ষক আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে এসব প্রশিক্ষণার্থীদের নিজ নিজ জেলা কার্যালয়ে আইনশৃঙ্খলা, শরীর চর্চা ও অস্ত্রচালনাসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাবনায় ১৮০ এবং রাজশাহী জেলায় ৮২ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।

ফায়ারিং অনুশীলনের আগে বিভাগীয় পরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণ গ্রহণ করে তারা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরো বেশি অবদান রাখতে পারবেন।

জামান/এমএএস/পিআর