ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় নিরাপত্তা জোরদার করতে বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কুমিল্লায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় পুনর্বহাল এবং বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে এ উদ্যোগ নেয়া হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা সদর ছাড়াও লাকসাম, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, চান্দিনা ও দেবিদ্বারে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।

কুমিল্লাস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, ১০ বিজিবির অধীন এলাকার কুমিল্লা জেলায় চার প্লাটুন, চাঁদপুরে দুই প্লাটুন ও লক্ষ্মীপুরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর