ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউরোপে টিকার জন্য হাহাকার, আমরা দ্রুত পেয়েছি : আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলায় করোনার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি পৃথক দুই উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, যেখানে ইউরোপের অনেক উন্নত দেশ করোনার ভ্যাকসিনের জন্য হাহাকার করছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা দ্রুত ভ্যাকসিন পেয়েছি।

আনিসুল হক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। বিভেদ করার চেষ্টা চলছে। এ নিয়ে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

jagonews24

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।

উদ্বোধনের পর তিন পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম, কামাল হোসেন ভ্যাকসিন নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ আলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া ভ্যাকসিন নেন। টিকা নেয়ার পর মন্ত্রী তাদের অনুভূতি জানতে চান।

আখাউড়া উপজেলায় রোববার বেলা ১১টা নাগাদ ১৪৩ জন টিকার জন্য নিবন্ধন করেন।

এদিকে, কসবায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।

এ উপজেলায় উদ্বোধনী দিন প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান। পরে আরও পাঁচজন স্বাস্থ্যকর্মী টিকা নেন। রোববার পর্যন্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে এই উপজেলায় ২৩৬ জন টিকা গ্রহণের জন্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

এমআরআর/জেআইএম