ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণে দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:২১ এএম, ১৮ নভেম্বর ২০১৫

শেরপুরে আদিবাসী এক প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণের মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত সাহেব আলী (২১) ঝিনাইগাতী উপজেলার মধ্য বাঁকাকুড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুন দুপুর ২টার দিকে ঝিনাইগাতী উপজেলার মধ্য বাঁকাকুড়া গ্রামের সাত বছর বয়সী বালশ্রী মারাক (৭) নামে এক গারো মেয়ে বাড়ির সামনে বসে একা একা খেলছিল। এসময় প্রতিবেশী যুবক সাহেব আলী তাকে ফুসলিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধর্ষক সাহেব আলীকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করলে ঝিনাইগাতী থানা পুলিশ ২০১৪ সালের ১১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় ৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ সাজার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুল ইসলাম উচ্চ আদালতে রায়ের বিপক্ষে আপিল করা হবে বলে জানান।

হাকিম বাবুল/ এমএএস/পিআর