ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৮ নভেম্বর ২০১৫

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রায় ঘোষণার পর পরই শহরে আনন্দ মিছিল করেছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। এসময় একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন তারা।

জেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠন রায়ের পর পরই মিছিল বের করে। ছাত্রলীগের একটি মিছিল রাজেন্দ্র কলেজ ক্যম্পাস থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

Faridpur

এসময় বক্তব্য রাখেন, শহর যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শওকত আলী জাহিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। পরে রায় বহাল রাখার আনন্দে মিষ্টি বিতরণ করা হয়।

এরপর সংক্ষিপ্ত সমাবেশে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী বলেন, ফাঁসির রায় বহাল রাখা হয়েছে এতে ক্ষতিগ্রস্থ পরিবারসহ ফরিদপুরবাসী আনন্দিত। তবে তার মরদেহ ফরিদপুরে দাফন করতে দেয়া হবে না বলেও তিনি বক্তব্য দেন।

মুজাহিদের সাক্ষী রণজিৎ নাথ ওরফে বাবু নাথ তার প্রতিক্রিয়ায় বলেন, সেই দিনের কথা ভুলতে পারবো না। এই মুজাহিদই আমাকে অত্যাচার করে হত্যার নির্দেশ দেয়। ভাগ্যক্রমে বেঁচে আছি। আজ তার সর্বোচ্চ রায়ের আদেশ হয়েছে। আপিল, রিভিউ সকল ক্ষেত্রেই তার রায় মৃত্যুদণ্ড বহাল রেখেছে। দ্রুতই তার বিচার কার্যকর হলেই আমি পরিপূর্ণভাবে খুশি হবো।

Faridpur

তিনি বলেন, আমি তার বিরুদ্ধে সাক্ষী দেয়ায় আমাকে ভয়ভীতিসহ আমার ব্যবসা প্রতিষ্ঠানে গতবছর আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। তাই সরকারের কাছে দাবি আমার ও আমার পরিবারে নিরাপত্তার ব্যবস্থা যেন করা হয়।

কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, যদি রিভিউ আদেশে ফাঁসি বহাল না থাকে এই নিয়ে আমরা খুব সংশয়ে ছিলাম। মুজাহিদের ফাঁসির আদেশ বহাল থাকায় মৃত্যুদণ্ড কার্যকর করতে এখন আর কোনো বাধা থাকার কথা না। তাই দ্রুত এই রায়কে কার্যকর করে ফরিদপুরবাসীকে কলঙ্কমুক্ত করা হোক।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ জাগো নিউজকে জানান, মুজাহিদ ও সাকা চৌধুরীর রিভিউতে ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখায় আমরা অত্যন্ত খুশি ও সরকারসহ বিচার বিভাগকে ধন্যবাদ জানায়। ১৯৭১ সালের মুজাহিদ যে মানবতা বিরোধী অপরাধ করেছেন এই রায় কার্যকরের মধ্য দিয়ে তার উপযুক্ত বিচার হবে বলে আমার বিশ্বাস। তাই এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।

এসএম তরুন/এসএস/এমজেড/এমএস