টিসিবির আটা ভিন্ন মোড়কে বিক্রি, ডিলারকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় মোড়ক বদল করে টিসিবি পণ্য বিক্রির অভিযোগে এক ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ ফেব্রুয়ারি) পৌর এলাকার আনন্দ বাজারের তানিম এন্টারপ্রাইজ নামে ওই টিসিবি ডিলারকে জরিমানা করা হয়। এ সময় এ ধরনের অপরাধ আর করবেন না বলে মুচলেকা দেন ওই ডিলার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানসহ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তানিম এন্টারপ্রাইজ থেকে বেশ কিছুদিন ধরেই টিসিবির আটা অন্য একটি কোম্পানির বস্তায় ঢুকিয়ে খুচরা বিক্রি করছিল। পাশাপাশি বেশ কিছু দোকানে বস্তা সরবরাহ করছিল প্রতিষ্ঠানটি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান বলেন, ‘ওই ব্যবসায়ী খোলা আটা একটি কোম্পানির বস্তায় ঢুকিয়ে বিক্রি করার কথা স্বীকার করেছেন। তাকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনি এমন করবেন না বলে মুচলেকা দিয়েছেন।’
এমএইচআর/এমএস