রাজশাহী বিভাগে একদিনে শনাক্ত ২১, সুস্থ ৯
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্তদের মধ্যে রাজশাহী জেলায় সাতজন, নওগাঁয় একজন, নাটোরে একজন, বগুড়ায় চারজন, জয়পুরহাটে একজন এবং সিরাজগঞ্জে সাতজন।
এদিন বিভাগে সুস্থ হয়েছেন নয়জন করোনা রোগী। এর মধ্যে রাজশাহীর একজন এবং বাকি আটজনই বগুড়ার। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যু হয়।
রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৩০১ জন। এদের মধ্যে ২৩ হাজার ৬২৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৯৫৭ জন কোভিড-১৯ রোগী।
এএএইচ/এমকেএইচ