ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কসবায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে নিহত ১

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০১:৩৭ এএম, ১৮ নভেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাকিব (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার গোলাসার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাকিব কসবা উপজেলার মরাপুকুরপাড়ের আবদুর রাজ্জাকের ছেলে।

এ ঘটনায় কসবা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক, কনস্টেবল আশিক ও সোহেল রানা আহত হয়েছেন। তদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাতে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কুমিল্লা-সিলেট মহাসড়কের গোলাসার এলাকায় রাস্তার মাঝখানে গাছ ফেলে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি দল মহাসড়ক থেকে গাছ সরাতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

আধা ঘণ্টা ধরে চলা এ বন্দুকযুদ্ধে ডান পায়ে গুলিবিদ্ধ হন ডাকাত দলের সদস্য সাকিব। এ সময় ৮/১০ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ সাকিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করে। এ ঘটনায় কসবা থানা পুলিশের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহত ডাকাত সাকিবের বিরুদ্ধে কসবা থানায় ডাকাতির অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস