একরাম হত্যা মামলার বিচার শুরু
ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ দেওয়ান মো. শফিউল্লার আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার কাজ শুরু করার আদেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আলোচিত এ মামলায় আটক ৪৩ আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ফেনী কারাগারে ৩৭ আসামি ও জামিনে থাকা পাঁচ আসামিসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে একটি হাসপাতালে চিকিৎসাধীন মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার আদালতে হাজির করা হয়।
দীর্ঘ শুনানির পর আদালত বিচারিক কাজ শুরুর নির্দেশ দেন। তবে আদালত মামলার পরবর্তী তারিখ ২০১৬ সালের ১১ জানুয়ারি নির্ধারণ করেন বলে জনিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. হাফেজ আহম্মেদ।
তিনি আরো বলেন, ১৩ অক্টোবর ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খান জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি স্থানান্তরের জন্য আদেশ দেন।
ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আরিফ ইকবাল জানান, একরাম হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার জেলা জজ আদালতে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। আর এ ঘটনায় ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ মামলায় এর আগে গ্রেফতারকৃত ৪১ জন কারাগারে রয়েছেন।
জহিরুল হক মিলু/এআরএ/আরআইপি