ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

জমি-সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর দশমিনায় দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার বহরমপুর ইউনিয়নের মোল্লার হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের মোল্লার হাট এলাকার আপন দুই ভাই আলতাফ মোল্লা ও সুন্দর আলী মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে সুন্দর আলী মোল্লার লোকজন ডাল চাষ করতে গেলে প্রতিপক্ষ ভাইয়ের লোকজন বাধা তাতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন।

উভয় পক্ষের সংঘর্ষে সুন্দর আলী গ্রুপের সুন্দর আলী (৭৬), স্ত্রী কুলসুম বেগম (৫৫), ছেলে সায়েম মোল্লা (৩২), আবু বক্কর (২১) ও কালাম হাওলাদার (৫০) নামের পাঁচজন আহত হন।

অপরদিকে আলতাফ মোল্লা গ্রুপের আলতাফ মোল্লার (৭০) স্ত্রী সেতারা (৫৫), মেয়ে রাশিদা (৩৩) ও আসমা (২৮) আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে বাউফল হাসপাতালে ভর্তি এবং রাশিদাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
দশমিনা থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক মো. জুয়েল হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এসআর/জিকেএস