ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটের আগের দিন সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

মৌলভীবাজার পৌর নির্বাচনের পরিবেশ ২৪ ঘণ্টার ভেতর ফিরিয়ে না আনা এবং বিএনপির নেতৃবৃন্দের ওপর হামলাকারীদের গ্রেফতার না করায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মৌলভীবাজার প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন বিএনপির এই মেয়র প্রার্থী।

এ সময় জেলা বিএনপির সহ সভাপতি ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুকসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

pouro-election

বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে বলেন, সরকার দলীয় প্রার্থী শত শত বহিরাগত সন্ত্রাসী শহরে সমাগম করেছেন এবং আমার দলের সম্ভাব্য পোলিং এজেন্টসমূহকে ফোনে ও বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। এ পরিস্থিতিতে আগামীকাল অনুষ্ঠিত পৌর নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

বিএনপি প্রার্থী তার লিখিত বক্তব্যে আরও বলেন, বুধবার (২৭ জানুয়ারি) জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে গণসংযোগ শেষে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ শাহ মোস্তফা রোডস্থ ইসমাইল রেস্টুরেন্টে চা চক্র চলাকালীন সময় পরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রলীগ। এতে ১০-১২ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় অভিযোগ দেওয়ার পরও রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, রাতে ১নং ওয়ার্ডের এজেন্ট স্বাগত দাশ চৌধুরীরসহ বেশ কয়েকজন এজেন্টের বাসায় পুলিশ তল্লাশি চালায় এবং জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও পোলিং এজেন্ট জীবন আহমদকে গ্রেফতার করে পুলিশ।

এসএমএম/এমএস