শার্শায় মধু আটক
যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খায়রুজ্জামান মধুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতা মামলায় মঙ্গলবার ভোরে শার্শার কামারবাড়ি মোড়ের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটকের পর মধুকে যশোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে তাকে যশোর আদালতে উপস্থিত করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে খায়রুজ্জামান মধুর ছেলে শরিফুজ্জামান পরাগ জানান, ভোরে ডিবি পুলিশ পরিচয়ে বেশ কয়েকজন লোক বাড়িতে এসে বাবাকে আটক করে নিয়ে যায়। এ সময় আটকের কারণ জানতে চাইলে পুলিশ জানায়, নাশকতা মামলায় তাকে আটক করা হচ্ছে।
তিনি আরো জানান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি হওয়ায় তার বাবাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। বাবার বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাল হোসেন/এআরএ/পিআর