সাভারে অপহরণকারী আটক
সাভারের শাহীবাগ এলাকার তিন স্কুল শিক্ষার্থীকে অপহরণের সময় রুহুল আমিন (৩৫) নামে এক অপহরনকারীকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে শাহীবাগ এলাকায় নিউ মডেল কিন্ডার গার্ডেন ক্যাডেট হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রুহুল আমিন ও তার তিন সহযোগী মিলে তিন স্কুল শিক্ষার্থীকে জোর করে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা হলো ৩য় শ্রেণীর মো. অভি (১০), ৪র্থ শ্রেণির টিনা (১১) ও ৩য় শ্রেণির আচঁল (১০)।
এসময় শিক্ষার্থীরা চিৎকার করলে আশেপাশের দোকানীসহ এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এঘটনায় জড়িত অপর তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
টিনার চাচা আকাশ জানান, ২০১২ সালে টিনার বাবা মো. নুর ইসলামকে সাভার থেকে অপহরণ করে এবং বরিশালের মেহেন্দিগঞ্জ থানা এলাকায় তার লাশ পাওয়া যায়। সে ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-২(৯)১২ দায়ের করা হয়। যার প্রথম আসামি রুহুল আমিন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
আল-মামুন/এসকেডি/আরআইপি