ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উইঘুরে মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে : এমপি বাদশা

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২১

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, চীনের উইঘুরে মুসলিম নির্যাতন-গণহত্যা বন্ধ করতে হবে। সারা বিশ্বে এই ধরনের নির্যাতন-হত্যা বন্ধ করতে হবে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি ফজলে হোসেন বাদশা বলেন, ‘ধর্ম মানুষের অন্তরের বিষয়। একে ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠা করতে হয়। প্রত্যেক ধর্মেই মানবতাকে প্রাধান্য দিলেও বহু আগে থেকে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে অপ্রত্যাশিতভাবে। এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাও ঘটেছে। যুগে যুগে হয়েছে গণহত্যা, অত্যাচার, নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনা। যা আজ চীনের উইঘুরে ঘটেছে। সেখানে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে, যা মানবতাবিরোধী।’

তিনি বলেন, ‘মানবতাবিরোধী এসব কার্যকলাপ ও গণহত্যা সমর্থনযোগ্য নয়। বিশ্বের বিভিন্ন দেশের মানবতাবিরোধী ও গণহত্যা আমরা মেনে নিতে পারি না।’

এর কারণ হিসেবে তিনি জানান, ‘বাংলাদেশের মানুষ মানবতাকে সমর্থন করে, মানবতার জন্য কাজ করে। তাই এখনই সময় এসব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা, রুখে দাঁড়ানো। তা নাহলে আগামী দিনগুলো হবে ভয়াবহ।’

অনুষ্ঠানে অন্যদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোত্তাসিব বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ সরদার সাইফুল ইসলাম, জমীর উদ্দীন সাফিনা কলেজের প্রভাষক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, কেশবপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সান্ধ্যপ্রদীপ সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা চীনের উইঘুর সম্প্রদায়ের ওপর গণহত্যার প্রতিবাদে গণসংগীত ও গম্ভীরা গান পরিবেশন করেন।

এসআর/এমএস