ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় আক্রান্ত এমপি রুহুল আমিন মাদানী

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২১ জানুয়ারি ২০২১

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য (এমপি) হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক এসএম তাজাম্মুল হোসেন পলাশ।

তিনি বলেন, হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী গত কয়েকদিন ধরে শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন। এমতাবস্থায় মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারে করোনা পরীক্ষা করানো হয়। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে ত্রিশালে তার নিজ বাসাতে আইসোলেশনে আছেন।

এদিকে, এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর ছেলে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বাবার দ্রুত সুস্থতার জন্য ত্রিশালবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস