ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৫:২০ পিএম, ২০ জানুয়ারি ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুর রহমান, এএসআই বিধান রায়, এএসআই লিটন চন্দ্র পালসহ একদল পুলিশ সদস্য উপজেলার বিরামচর গ্রামে মকছুদ মিয়ার বাড়ির পাশের বাগানে অভিযান চালায়।

এসময় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বুরাইয়া গ্রামের গেদু মিয়ার ছেলে আশারকান্দি ইউনিয়নের ডাকাত সরদার মুক্তার মিয়া (২৫) ও একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে রাসেলকে (২২) গ্রেফতার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান করি। পুলিশ দেখে ডাকাতরা পালিয়ে যেতে চাইলে আমরা তাদের সরদারসহ দুই ডাকাতকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে ডাকাতির করার যন্ত্রপাতি পাওয়া যায়। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসএমএম/জেআইএম