ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১১ ঘণ্টার ব্যবধানে করোনায় প্রাণ গেল দুই ভাইয়ের

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের আপন দুই ভাই। ১১ ঘণ্টার ব্যবধানে করোনায় তাদের মৃত্যু হয়।

তাদের একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু লেইস মিয়া (৬৫) ও অন্যজন যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আকদ্দুস আলী (৬৩)।

শনিবার (১৬ জানুয়ারি) খোঁজ নিয়ে জানা যায়, লন্ডন শহরে বসবাসকারী আবু লেইস মিয়া শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে এবং সন্ধ্যায় ছোট ভাই আকদ্দুস আলী করোনায় মারা যান।

নিহতের স্বজন মাহবুব হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, তারা দুই ভাই যুক্তরাজ্য ও বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় পরিচিত ছিলেন। ১১ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হওয়ায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লিপসন আহমেদ/এসআর/এমএস