ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:২৩ এএম, ১৬ নভেম্বর ২০১৫

কক্সবাজারের ঈদগড়ের গহীন অরণ্যে দুই পক্ষের বন্দুকযুদ্ধে বহু অপহরণের হোতা ও শীর্ষ অপরাধী বলে পরিচিত আবদুর রশিদ নামে একজন নিহত হয়েছেন। রোববার সকালে ঈদগড়-বাইশারী সড়কের ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রশিদ ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা মঞ্জুরের শিয়া এলাকার বাসিন্দা। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ জাগো নিউজকে জানান, বহুদিন ধরে ঈদগড়-বাইশারী সড়কের গহীন অরণ্যে অব্যাহতভাবে অপহরণ ও ডাকাতি হয়ে আসছে। এসব অপহরণ ও ডাকাতি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে এক বাহিনীর প্রধান ডাকাত আবদুর রশিদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, রশিদের বিরুদ্ধে চারটি অপহরণসহ সাতটি মামলা রয়েছে। এছাড়াও রয়েছে অপহরণ করে মুক্তিপণ আদায়ের বেশ কয়েকটি অভিযোগ। সম্প্রতি অ্যাম্বুলেন্স থামিয়ে এক সাবেক মেম্বরসহ তিনজনকে অপহরণের ঘটনার প্রধান ছিলেন নিহত আবদুর রশিদ। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস