ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৫

সড়কে নসিমন করিমনসহ অবৈধ থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলায় চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ রোববার রাত সাড়ে ৯টায় এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

এর আগে রোববার ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। শনিবার বিকেলে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছেলেন।

জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, রোববার সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আলোচনায় বসেন। আলোচনায় জেলা প্রশাসক মহাসড়ক থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল থেকে অবৈধ গাড়ি নিয়ন্ত্রণ করতে মহানগরীর কাশিয়াডাঙা, বায়া, সিটি বাইপাস ও তালাইমারী এলাকায় ৪টি পয়েন্টে চেকপোস্ট বসানোর কথা দিয়েছে।

তারই প্রেক্ষিতে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

শাহরিয়ার অনতু/বিএ

আরও পড়ুন