অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি, জরিমানা
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রয়ের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এই আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালত হাউলী গ্রামের মাঠে অভিযান চালান। এ সময় সরকারি অনুমতি ছাড়াই জমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রয়ের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সিদ্দিক মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সালাউদ্দীন কাজল/এসজে/এমএস