ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১১:৫১ এএম, ০৮ নভেম্বর ২০১৪

৮ ঘণ্টা পর প্রত্যাহার করা হলো লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। শনিবার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর দুপুর ২টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
 
গত ২৮ অক্টোবর রাতে জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরদিন ২৯ অক্টোবর লালমনিরহাট সদর থানায় শ্রমিক ইউনিয়নের আব্দুর রহমান ও আবু হোসেন মন্টুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন অপর গ্রুপের আফজাল হোসেন। মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে শনিবার সকাল ৬টা থেকে লালমনিরহাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকে আফজাল গ্রুপ।
 
এদিকে শ্রমিক ইউনিয়নের আফজাল গ্রুপের ডাকা এ ধর্মঘট প্রত্যাহারের দাবিতে আব্দুর রহমান গ্রুপের শ্রমিকরা শনিবার সকালে শহরের মিশন মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে।
 
শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উত্তেজনা দেখা দেওয়ায় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ ট্রাক, বাস ও ট্যাংক-লরি স্ট্যান্ডে আর্মড পুলিশসহ মোতায়েন করা হয়।