ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৫ নভেম্বর ২০১৫

কুমিল্লায় শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মুন্নী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার দুপুর আড়াইটার দিকে কুমিল্লা রেল স্টেশনের অদূরে শাসনগাছা ঈদগার পাশে এ ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে নিহতের সঙ্গে থাকা সাত বছরের মেয়ে বেঁচে গেলেও তাকে আহত অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মুন্নী আক্তার মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১১টার দিকে মুন্নী আক্তার তার সন্তানকে নিয়ে শাসনগাছা এলাকার ঈদগার পাশে অবস্থান নেন। পরে এক নিকট আত্মীয় তাকে ওই স্থান থেকে বাসায় ফিরিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছায়। এ সময় মুন্নী তার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে মুন্নীর মৃত্যু হয়। তবে ভাগ্যক্রমে শিশু সন্তানটি বেঁচে গেলেও তার একটি পা ক্ষতবিক্ষত হয়েছে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তিনি আরো জানান, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা তদন্ত করা হচ্ছে। বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর