ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২০০ পরিবারের মাঝে উষ্ণতা ছড়াল সেনাবাহিনী

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০১:২৮ পিএম, ১০ জানুয়ারি ২০২১

মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরার পূর্বনাওডোবা পাইনপাড়া মাঝিকান্দি এলাকার একটি চরে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ২৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে, মহিমান্বিত সাতাশের আয়োজনে মাঝিরকান্দি চর, পাইনপাড়া চর ও তারাপাশা চর এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনী।

এ সময় ৫০ জনকে খাদ্যসামগ্রী ও ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

army1

পাইনপাড়া মাঝিকান্দি গ্রামের বাসিন্দা ওহাব মাঝি বলেন, যখন কেউ আমাদের পাশে নেই তখন সেনাবাহিনী আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের কাছে আমরা কৃতজ্ঞ।

শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করেন- ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি ও ২৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আফজাল হোসেন, পিএসসি। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জাজিরার নাওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪০০ জনকে খাদ্যসামগ্রী ও ১০০ জন পরিবারের মাঝে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করেন সেনাবাহিনী।

ছগির হোসেন/এসএমএম/এমএস