নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
বগুড়ায় নিখোঁজ শিশু রিপনের (১২) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে সদরের চাঁদপুর গ্রামের এক জঙ্গল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন সদরের বারপুর মধ্যপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাত ১০টার পর থেকে রিপন নিখোঁজ হয়। আর সেই সময় থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর করছিল। রোববার দুপুরে রিপনের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে চাঁদপুর গ্রামের একটি জঙ্গলে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রিপনের বাবা ফারুক হোসেন জানান, তার ছেলে রং মিস্ত্রির সাহায্যকারী হিসেবে কাজ করতো। ১০ নভেম্বর সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত গ্রামের ছেলেদের সঙ্গে সে ঘোরাফেরা করেছিল। কিন্তু এরপর রাতে রিপন আর বাড়ি ফেরেনি।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, ধারণা করা হচ্ছে- রিপনকে নিখোঁজ হওয়ার পরপরই তাকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়েছে। জঙ্গলে মরদেহ পড়ে থাকার কারণে শিয়াল হাত-পা থেকে মাংস খেয়ে ফেলেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
লিমন বাসার/এআরএ/পিআর