ভালো মানুষের সুনাম নিয়েই বেঁচে থাকতে চাই
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাত ৮টায় ‘আমরা ক’জন গণমাধ্যমকর্মী’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের আমিন কনভেনশন সেন্টারে এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও ব্রাহ্মণবাড়িয়ার সদ্যবিদায়ী এনডিসি সাব্বির আহমেদ বলেন, ‘ভালো মানুষের সুনাম নিয়েই বেঁচে থাকতে চাই, কর্মজীবনে সততা আর দক্ষতার সঙ্গে মানুষের জন্য কাজ করতে চাই’।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজ পরিবর্তনের কারিগর। তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়। ব্রাহ্মণবাড়িয়ায় চাকরিকালীন সাংবাদিকদের সহযোগিতার কথাও তিনি বিশেষভাবে স্মরণ করেন।
এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ, দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক জাবেদ রহিম বিজন, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম মোলা, সময় টিভির নিজস্ব প্রতিবেদক উজ্জল চক্রবর্তী, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন প্রমুখ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও কবিতা আবৃত্তি পরিবেশন করে মাতিয়ে রাখেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট বাচিক শিল্পী ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো. মনির হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহ্জাদা, জাগো নিউজের আজিজুল আলম সঞ্চয়, আমাদেরসময় ডটকমের আমিরজাদা চৌধুরী, দৈনিক নবচেতনার শফিকুল আলম স্বপন, আরটিভির আজিজুর রহমান পায়েল, যমুনা টিভির শফিকুল ইসলাম, চ্যানেল নাইনের আল মামুন, শীর্ষ নিউজের সুমন রায় প্রমুখ।
আজিজুল আলম সঞ্চয়/বিএ