ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বছরের প্রথমদিনে একসঙ্গে প্রাণ গেল তিন বোনের

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০১ জানুয়ারি ২০২১

বছরের প্রথমদিনে নরসিংদীর বেলাবোতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন সহোদর বোনসহ চারজন। এ ঘটনায় আহত হন আরও একজন। যাত্রীবাহী বাসের সঙ্গে হতাহতদের বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দড়িকান্দিতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহত তিন বোন হলেন- নরসিংদীর পলাশ উপজেলার চলনা গ্রামের খায়রুন্নাহার (৩৫), কামনা (২৪) ও তিষা (২২)।

নিহত অপর ব্যক্তির নাম নোয়াব আলী (৫৪)। তিনি ঢাকা বেইজিং ডাইং এন্ড উইভিং ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ছিলেন। এ ঘটনায় আহত লুনা বেগমকে (৩৭) মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে। তিনি সম্পর্কে নিহত তিন বোনের খালাত বোন।

পুলিশ জানিয়েছে, খায়রুন্নাহার ও তার তিন বোনকে নিয়ে প্রাইভেটকারে করে ভৈরবে ঘুরতে গিয়েছিলেন নোয়াব আলী। ফেরার পথে দড়িয়াকান্দি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারকা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব - ১৫-৭২৩৫) সঙ্গে তাদের প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-৩১-৭৮৭২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়।

এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা নোয়াব আলী, খায়রুন্নাহার, তিষা ও কামনা নিহত হন।

কাজল মিয়া নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘হঠাৎ বিকট শব্দ হয়। ঘুরে তাকাতেই দেখি প্রাইভেটকারটি একটি বাসের নিচে ঢুকে যাচ্ছে। প্রথমে চিৎকারের শব্দ শুনতে পেলাম। বাসটি প্রাইভেটকারটিকে নিয়ে রাস্তায় ঘষতে ঘষতে অনেক দূর নিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখি ৪ জনই মারা গেছে।’

‘পরে আমরা আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, ‘যাত্রীবাহী বাসটি প্রাইভেটকারের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুটি গাড়িরই প্রচণ্ড গতি ছিল। তাই সংঘর্ষের সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।’

সঞ্জিত সাহা/এসএস/জেআইএম