জঙ্গিবাদ সৃষ্টিকারীদের সঙ্গে আপোস নেই : নৌমন্ত্রী
যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে এবং বিশ্বাস করে তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো আপোস নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান।
তিনি বলেন, কে বলেছিল বিএনপি-জামায়াত মানুষ খুন, গাড়ির চালককে পুড়িয়ে হত্যা, জাতীয় পতাকা পোড়াতে এবং ৬০ হাজার গাছ উপড়ে ফেলার জন্য। তাদের সাজা ভোগ করতে হবে। তারা আজ নিজেদের খোড়া গর্তে পড়েছে।
শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভবনে বন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি।
নৌমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তাদের বিচার অবশ্যই হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা দুনিয়ার কোথাও কোনো জয়লাভ করতে পারেনি।
এ সময় তিনি ভোমরা বন্দরে বিদ্যমান সমস্যাসমূহ দূর করে উন্নয়নকল্পে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
বৈঠকে আরো বক্তব্য রাখেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর প্রমুখ।
এর আগে মন্ত্রী সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের খুলনা বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি প্রতিবন্ধীদের নিজের সন্তান মনে করে সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
এআরএ/আরআইপি