তারাকান্দায় অটোরাইস মিলে হামলা, ১০ অটোরিকশা ভাঙচুর
ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অটোরাইস মিলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় রাইস মিলে থাকা ১০টি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার সাদী অটোরাইস ও লাকড়ি মিলে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে ওই মিলের মালিক রাশিদ্দুজামান আকন্দ জামাল বাদী হয়ে ১২ জনকে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মিল মালিকের চাচা বলেন, ‘শব্দ শুনে আমরা মনে করেছি ছেলেরা থার্টি ফাস্ট ডিসেম্বরের জন্য আনন্দ-ফুর্তি করছে। পরে দৌঁড়ে গিয়ে দেখি সন্ত্রাসীরা মিলে হামলা করে অটোরিকশা ভাঙচুর করছে। তারা সশস্ত্র ছিল। এই ভয়ে আমরা কেউ কাছে যেতে পারিনি। পরে সন্ত্রাসীরা চলে গেলে আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
সাদী অটোরাইস মিলের মালিক রাশিদ্দুজামান আকন্দ জামাল বলেন, ‘বৃহস্পতিবার রাতে ফরিদ আকন্দ ২০/২৫ জনের ভাড়াটে সন্ত্রাসী দল নিয়ে আমার রাইস মিলে হামলা করে। এ সময় মিলে থাকা আমার ছোট ভাইসহ দুই জনকে বল্লম দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।’
তিনি আরও বলেন, ‘পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলা করে আমার প্রায় সাড়ে সাত লাখ টাকার ক্ষতি করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।’
মঞ্জুরুল ইসলাম/এমআরআর/জেআইএম