ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা থেকে অপহৃত স্কুলছাত্রী কুমিল্লায় উদ্ধার

প্রকাশিত: ০২:৪৬ এএম, ১৪ নভেম্বর ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা থেকে অপহৃত এক জেএসসি পরীক্ষার্থীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী রুহুল আমিনকে (১৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমিন সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়ার মো. হবিবর রহমানের ছেলে। রুহুল আমিন ধাপেরহাট বন্দরের পল্টন মোড়ে কম্পিউটারের ব্যবসা করতেন।

সাদুল্যাপুর থানা সূত্রে জানা যায়, ২০ অক্টোবর দুপুরে প্রাইভেট পড়ার জন্য মেয়েটি বাড়ি থেকে ধাপেরহাট বন্দরে আসে। ধাপেরহাট বন্দরের পল্টন মোড়ে পৌঁছালে রুহুল আমিন তার অন্য সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পরের দিন ওই মেয়ের মা বাদী হয়ে রুহুল আমিনসহ চারজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

সূত্রটি আরও জানায়, মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে কুমিল্লা সদর থানা পুলিশের সহযোগিতায় কুমিল্লা সদরের চাঁদপুর এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে ছাত্রীটির  মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ও অপহরণকারী রুহুল আমিনকে আদালতে পাঠানো হবে।
 
অমিত দাশ/এসএস/এসএম