আ.লীগের ৫১ সদস্যের উপ-কমিটিতে লক্ষ্মীপুরেরই ৯ জন!
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির ৫১ সদস্যের মধ্যে ৯ জনই লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। এরমধ্যে একজন রামগতি, একজন সদর ও বাকি সাতজন রায়পুর উপজেলার সন্তান।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।
শনিবার (২৬ ডিসেম্বর) রাতে যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু ও সদস্যসচিব হারুনুর রশিদের সই করা ওই কমিটির তালিকা ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়।
মোজাফফর হোসেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং হারুনুর রশিদ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। এছাড়া হারুনুর রশিদ লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য।
কমিটির সদস্যরা হলেন-রায়পুরের বাসিন্দা হারুনের রশীদ, আক্তার হোসেন, , আলমগীর হোসেন, মিরাজ মুক্তাদির, গিয়াস উদ্দিন রুবেল ভাট, আবদুল কাদের, হাওলাদার নূরে আলম জিকু, রামগতির আবদুজ্জাহের সাজু ও সদরের আদনান চৌধুরী। অনুমোদনকৃত কমিটির তালিকায় তারা ১৭, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪১, ৪২ ও ৪৩ নম্বর সদস্য পদে রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরে ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলেন হয়। সেখানে শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে অন্যান্য পদও ঘোষণা করা হয়। সেখানে লক্ষ্মীপুরের সন্তান হারুনুর রশিদকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়। এর এক বছর পর হারুনুর রশিদ তার উপ-কমিটির অনুমোদন পেলেন।
এদিকে সই করা কমিটির তালিকা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন সদস্যদের সমর্থক ও অনুসারীরা।
কাজল কায়েস/এসআর/এমএস