ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ : নিহত ২

প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৩ নভেম্বর ২০১৫

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাইল ওভার ব্রিজের কাছে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এই মহাসড়ক দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে এ মহাসড়ক দিয়ে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন, পাবনা সদরের শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে প্রাইভেটকার চালক বেল­াল হোসেন (৩২) ও চালকের ভাগিনা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সাইফুল ইসলাম খন্দকারের ছেলে গোলাম রাব্বী নীল (২৪)।

Sherajgonj

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জাগো নিউজকে জানান, ঢাকা থেকে একটি ট্রাক উত্তরবঙ্গে যাচ্ছিল। অপরদিকে, একটি প্রাইভেটকার উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঝাইল ওভারব্রিজের পূর্বপাশে পৌঁছালে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের আরোহী গোলাম রব্বানী ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাদল ভৌমিক/এমজেড/এমএস