ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাগরপুর থানার ওসিকে আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ০৩:০২ এএম, ১৩ নভেম্বর ২০১৫

নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্বশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১১ নভেম্বর দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের (নাগরপুর) বিচারক শেখ নাজমুন নাহার এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, নাগরপুর উপজেলার পাইকশা গ্রামের মো. পলান শেকের ছেলে মো. আনোয়ার হোসেন একই গ্রামের আবু বকর শেকের ছেলে মো. মামুন শেখসহ ছয়জনকে অভিযুক্ত ও ১৮ জনকে সাক্ষী করে গত ২০ অক্টোবর উল্লেখিত আদালতে একটি মামলা (নং-১০/১৫, ধারা-৩৬৪/৩৪/৫০৬(ওও) দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানা পুলিশের ওসিকে নির্দেশ দেন।

বাদী মো. আনোয়ার হোসেন নাগরপুর থানার ওসির কাছে ১৫ জন সাক্ষীকে উপস্থাপন করেন। কিন্তু ওসি বাদীর দরখাস্ত এফআইআর হিসেবে গণ্য না করায় গত ৮ নভেম্বর পুনরায় আদালতে আবেদন করেন।

পুনঃআবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আবারও ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। ওই নির্দেশও ওসি অমান্য করায় গত ১১ নভেম্বর বিজ্ঞ আদালত নাগরপুর থানার ওসিকে আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উল্লেখিত আমলী আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে নাগরপুর থানার ওসি রকিব খান জাগো নিউজকে জানান, ওই মামলাটির বিষয়ে গত ১০ নভেম্বর প্রতিবেদন বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এমজেড/পিআর