পটুয়াখালীতে করোনায় একজনের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় করোনায় আক্রান্ত হয়ে নাসির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টায় পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গলাচিপার হরিদেপুর এলাকার বাসিন্দা নাসির উদ্দিন (৫০) মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার আইইডিসিআর’র সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এতে জেলায় বিভিন্ন সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।
এছাড়া শনিবার নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬৯ জন। সুস্থ হয়ে শনিবার পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১৫৭১ জন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস