ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভ্যান উপহার পেলেন করোনায় কর্মহীন ৩৫ হতদরিদ্র

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

বরিশালে করোনাভাইরাস পরিস্থিতিতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া ৩৫ জন অসহায় মানুষ পেলেন ভ্যান উপহার। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সৌজন্যে তাদের প্রত্যেককে একটি করে ভ্যান দেয়া হয়।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৫ জন হতদরিদ্রের হাতে ভ্যানসহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বিডিএস এর প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনা পরিস্থিতিতে হতদরিদ্র জনগণকে শুধু চাল-ডাল সহায়তা নয়, তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপার্জনের পথ বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়া ৩৫ হতদরিদ্র মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে শীতবস্ত্র, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয়া হয়েছে। আশা করি তারা ভ্যান চালিয়ে আর্থিক অনটন দূর করতে পারবে।

jagonews24

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার জানান, ৩৫টি ভ্যানের মধ্যে ১৫টি সমাজসেবা অধিদফতর এবং ২০টি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় দেয়া হয়েছে। তাবে এসব ভ্যান বিক্রি কিংবা হাত বদল করা যাবে না।

এদিকে একই অনুষ্ঠানে দুই কন্যাসন্তানের জননী লিনা আক্তার নামে এক নারীকে একটি সেলাই মেশিন দেয়া হয়েছে।

লিনা আক্তার একটি মামলায় এক বছরের সাজাভোগের পর সদ্য মুক্তি পান। দুই সন্তান নিয়ে খেয়ে-পরে কীভাবে বাঁচবেন সে চিন্তা করছিলেন। সেলাই মেশিন পেয়ে সে চিন্তা থেকে কিছুটা স্বস্তি পেলেন তিনি।

এসজে/জেআইএম