মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতদের হামলায় নিহত ১
মাদারীপুরের শিবচরে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তার বাবাকে ধারালো অস্ত্রের কোপে খুন করে ডাকাতরা। বুধবার রাতে উপজেলার উৎরাইল ইউনিয়নের নয়াবাজারে ঘটনাটি ঘটেছে।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ ঘটনাটিকে চুরি বলে আখ্যা দিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ ও ক্ষতিগ্রস্থদের সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার উৎরাইল ইউনিয়নের নয়াবাজার এলাকার সৌদি প্রবাসী নান্নু মুন্সীর বাড়িতে গভীর রাতে একদল ডাকাত সিঁদ কেটে ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তার বাবা মোসলেম মুন্সীকে (৬০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোসলেম মুন্সীর আরেক ছেলে সোহেল মুন্সীসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহত সোহেল মুন্সী জাগো নিউজকে বলেন, আমাদের ঘরে ডাকাতি করার জন্যই ডাকাতদল ঘরে প্রবেশ করেছিল। আমরা ডাকাতির কাজে বাঁধা দিলে আমার আব্বাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।
এ ব্যাপারে শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, খুনের ঘটনাটি ঠিক আছে। তবে এটি ডাকাতির ঘটনা নয়, এটি আসলে চুরি করার উদ্দেশ্যে ঘরে চোর ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ কে এম নাসিরুল হক/এমজেড/আরআইপি