খুমেক ল্যাবে একদিনে ৩১ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
যার মধ্যে ২১ জনই খুলনা জেলা ও মহানগরীর। এছাড়া বাগেরহাটের ৫ জন, সাতক্ষীরার ২ জন, যশোরের ২ জন ও গোপালগঞ্জের ১ জনের করোনা পজিটিভ এসেছে।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে আজ মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে মোট ৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
এমআরএম