ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে ছাত্রী আহত : ছাত্রদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১০:৫০ এএম, ১১ নভেম্বর ২০১৫

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী এক সিএনজি অটোরিকশার ধাক্কায় এক পলিটেকনিক ছাত্রী আহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে কলেজের সামনের শেরপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে দুপুর ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে।

এসময় শেরপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়ক অবরোধকালে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শেরপুর পলিটেকনিক্যাল ইনিস্টিডিউডের সামনের সড়কে গতিরোধক নির্মাণের দাব জানায়।

পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী আকলিমা বেগম রাস্তা পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় ছাত্ররা তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। এ খবর পলিটেকনিক ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সকল ছাত্র-ছাত্রী রাস্তায় বের হয়ে গাছ ফেলে সড়ক অবোরোধ করে ২৪ ঘণ্টার মধ্যে ইনস্টিটিউটের সামনের রাস্তায় গতিরোধক নির্মাণের দাবিতে সকল প্রকার যানচলাচল বন্ধ করে দেয়।

সংবাদ পেয়ে পুলিশ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে হাজির হয়। পরে আলোচনার ভিত্তিতে আগামী ৭ দিনের মধ্যে সেখানে গতিরোধক নির্মাণ ও আহত ছাত্রীর চিকিৎসার ব্যয়ভার বহন করার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ জানান, একটি ছাত্রী সিএনজির ধাক্কায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররা রাস্তা অবরোধ করে রাখে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাকিম বাবুল/এমএএস/এমএস