ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ দেখে বিশ্ববাসী অবাক’

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১০:২৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় আক্রান্ত হয়ে পৃথিবীর সবচেয়ে কম মৃত্যু হয়েছে বাংলাদেশে। করোনায় বিশ্ব যেখানে প্রায় অচল সেখানে দেশের অর্থনীতি সচল রয়েছে। দেশের মানুষ কাজ করতে পারছেন। বাংলাদেশের করেনা নিয়ন্ত্রণ দেখে বিশ্ববাসীও অবাক হয়েছে। বিশ্বের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবও।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। ফলে দেশে করোনা এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে শীত আসায় করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়ছে। তাই করোনা থেকে বাঁচতে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন বক্তব্য রাখেন।

বি এম খোরশেদ/এএইচ