ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় নিহত ৪২ শতাংশই পথচারী

প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১১ নভেম্বর ২০১৫

`সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় গণমাধ্যম` শীর্ষক এক মতবিনিময় সভায় বলা হয়েছে- সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের মধ্যে ৪২ শতাংশই পথচারী। বুধবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা এ তথ্য জানানো হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনা বিষয়ে বিভিন্ন গবেষণা তুলে ধরেন ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম ঢাকা প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক অপূর্ব কুমার সাহা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক আচরণ বিধি প্রকল্প ঢাকা প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মো. মশিউর রহমান, ঢাকা ও মানিকগঞ্জ জেলার স্যোশাল কমিউনিকেটর মো. শহিদুল ইসলাম, আবু জাফর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতি সভাপতি মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক সুরুজ খান, বি.এম খোরশেদ প্রমুখ।

মতবিনিময় সভায় জানানো হয়, ২০১১-২০১২ সালে সড়ক দুর্ঘটনায় ৫১৬১ জন মানুষ মারা গেছেন। সারা বিশ্বে প্রতি বছর সাড়ে ১২ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। আহত হন ২ থেকে ৫ কোটি মানুষ। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্যসেবার ৩০ ভাগ ব্যয় হয় সড়ক দুর্ঘটনায়। এছাড়া মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনার কারণ ও করণীয় বিষয়ে সুপারিশমালা তুলে ধরা হয়।

বি.এম খোরশেদ/এসএস/আরআইপি