ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে গণধর্ষণ মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১০ নভেম্বর ২০১৫

যশোরের শার্শায় ভাইকে বেঁধে রেখে বোনকে গণধর্ষণ মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মঙ্গলবার শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক যশোর আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলেন শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের জিয়াদ আলী মোল্যার ছেলে আজগর আলী মোল্যা, উলাশী গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে সোহেল, হজরত ওরফে হজোর ছেলে শহিদ ও রাজ্জাকের ছেলে রিপন।

আদালত সূত্রে জানা যায়, বরিশালের বাখেরগঞ্জ থানার পশ্চিম চড়ামুদ্দিন গ্রামের শাহ আলম শিকদারের সঙ্গে বন্ধুত্ব ছিল আজগর মোল্যার। আজগর মোল্যা সেই সূত্র ধরে শাহ আলমের বাড়িতে যাওয়া-আসা করতেন। আজগর আলী গত ৮ জুন ফোন করে শাহ আলমকে জানায় এখানে আমের দাম একেবারে কমে গেছে। আপনার বড় বোনকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসেন।

আজগর আলীর বাড়িতে বেড়ানোর উদ্দেশে ১০ জুন শাহ আলম তার বোনকে নিয়ে শার্শার জামতলা বাজারে আসেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আজগর আলী তাদের বাড়িতে যাওয়ার কথা বলে রুদ্রপুর গ্রামে নিয়ে যায়। রাত ১০টার দিকে রুদ্রপুরে খাল পাড়ের একটি ধনচে ক্ষেতের মধ্যে নিয়ে যায়।

সেখানে আজগরের সঙ্গে থাকা সহযোগীরা শাহ আলম ও তার বোনকে আটক করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শাহ আলম বাড়িতে ফোন করে বিকাশের মাধ্যমে ৭৩ হাজার টাকা এনে দেয়। এছাড়া তার বোনের কাছে থাকা ব্যাংকের ক্যাশ কার্ড দিয়ে আরো ৩০ হাজার তুলে নেয় আজগর।

এ সময় শাহ আলমকে আটকে রেখে তার বোনকে গণধর্ষণ করে আসামিরা। এরপর ভোর রাতে তাদের ছেড়ে দেয়া হয়। সকালে তারা উলশী বাজরে স্থানীয় লোকজনদের ঘটনাটি জানালে পুলিশ আজগর আলীকে আটক করে।

এ ঘটনায় শাহ আলম শার্শা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে এ মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

মিলন রহমান/এআরএ/বিএ