ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিল্লাল হত্যায় অংশ নিয়েছিল ৮ জন

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১০ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিল্লাল হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ সময় জাহাঙ্গীর আদালতকে জানিয়েছে, জাহাঙ্গীরসহ আটজন মিলে বিল্লালকে মারধরের পর শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যা করে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মঙ্গলবার ১০ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ সিদ্দিকীর আদালতে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, গত ১৪ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত হিসেবে বিল্লালের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিল্লালের মরদেহ শনাক্ত হয়। তিনি রূপগঞ্জের পূর্বগাও এলাকার মিছির আলীর ছেলে। পরে ২৮ মে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মিছির আলী।

গত ৯ নভেম্বর বিকেলে রূপগঞ্জের বাউলাপাড়া এলাকা থেকে হত্যার সঙ্গে জড়িত জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি