ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ১১:২৭ পিএম, ২৯ নভেম্বর ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাস্ক না পরায় পাঁচজনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ নভেম্বর) রাত ১০টায় এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।

এর আগে দুপুরে তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালিয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করো হয়। মাস্ক না পরে চলাচল করায় এ অর্থদণ্ড দেন পথচারী, টমটম চালক ও ব্যবসায়ীসহ ৫ ব্যক্তি।

ইউএনও মিনহাজুল ইসলাম বলেন, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে উপজেলা প্রশাসনের কার্যক্রম শুরু হয়েছে। এ অভিযান চলমান থাকবে। তাই চলাচলকালে মাস্ক পরার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া বিকেলে উপজেলার নসরতপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬, ৭২ ও ৭৫ ধারায় আটটি মামলায় ১৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএসএইচ