অনন্ত হত্যা : ফারাবিসহ তিনজন ৭ দিনের রিমান্ডে
বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় বিতর্কিত ব্লগার শফিউর রহমান ফারাবিসহ ৩ জনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ফারাবি ছাড়াও রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন, জুলহাস বিশ্বাস ও আবুল বাশার। এই তিনজনই ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার আসামি।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত-২ এর বিচারক আনোয়ারুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী জাগো নিউজকে জানান, অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ফারাবিসহ ৩ জনের ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পরপরই তাদের নিয়ে ঢাকার পথে রওয়ানা দেয়া হয়েছে।
মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ নভেম্বর ধার্য করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে দুপুরে শফিউর রহমান ফারাবিসহ তিনজনকে আদালতে হাজির করে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়।
ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুক্তমনা লেখক ও ব্লগারদের হুমকি দিয়ে আলোচনায় উঠে আসে ফারাবি। ২০১৩ সালে খুন হওয়া ব্লগার রাজিব হায়দারের জানাযা পড়ানো ইমামকে হত্যার হুমকি দিয়ে ধর্মীয় উগ্রবাদী জঙ্গি হিসেবে দেশজুড়ে পরিচিতি পায় ফারাবি। গত ফেব্রুয়ারিতে অভিজিৎ রায়কে হত্যার পর সিলেট থেকে গ্রেফতার করা হয় তাকে।
সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় ১২ মে সকালে ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর আনসার বাংলা ৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে অনন্ত বিজয় দাশের বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার সিআইডি’র অর্গানাইজড ক্রাইম বিভাগকে দেওয়া হয়।
অনন্ত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার দেখানো হলো। এরমধ্যে ফটোসাংবাদিক ইদ্রিছ আলীর বিরুদ্ধে অনন্ত হত্যায় তার কোনো সম্পৃক্ততা না পাওয়ায় জামিন পেয়েছেন তিনি। কানাইঘাটের মান্নান রাহি নামের একজন আদালতে খুনের দায় স্বীকার করে দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ছামির/ এমএএস/পিআর