ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে লাইটার জাহাজ ডুবি : কয়লা উত্তোলন শুরু

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১০ নভেম্বর ২০১৫

সুন্দরবন সংলগ্ন মংলা পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির দুই সপ্তাহ পর উদ্ধার তৎপরতা শুরু করতে প্রাথমিক দল পশুর নদীর ঘটনাস্থলে পৌঁছেছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ভাই ভাই স্যালভেজ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান ডুবে যাওয়া জাহাজের কয়লা উত্তোলনের  কাজ শুরু করে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকারী দলটি মঙ্গলবার দুপুর থেকে ডুবে যাওয়া কার্গো থেকে কয়লা উত্তোলনের কাজ শুরু করেছে।
 
কয়লা উত্তোলনকারী টিমের প্রধান মাহাবুব হোসেন জাগো নিউজকে জানান, মঙ্গলবার বিকেল থেকে কয়লা উওোলনের কাজ শুরু হবে। তবে নৌযানটি উত্তোলনের কাজ শেষ করতে কত দিন লাগবে সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।  

মংলা পশুর নদীর চ্যানেলে ২৭ অক্টোবর রাতে ৫১০ মেট্রিকটন কয়লাবাহী জাহাজ লাইটার এমভি জিয়ারাজ ডুবে যায়। জাহাজ ডুবির পর গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। এ কমিটি চার দফা সুপারিশসহ ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেয়।

শওকত আলী বাবু/এমজেড/এমএস